ফাইনাল এক্সিট ভিসা বা খুরুজ নেহায়া কাটার বৈধ নিয়ম:
 শুধু মাত্র আপনার কফিল কিংবা তার উকিল ফাইনাল এক্সিট ভিসা বা খুরুজ নেহায়া লাগাতে অথবা কাটতে পারবে। দালালের মাধ্যমে খুরুজ নেহায়া কাটা আইনত দন্ডনীয় অপরাধ। মনে রাখবেন কফিল ছাড়া অন্য কোন মাধ্যমে খুরুজ নেহায়া কাটার সাথে সাথে আপনার কফিলের মোবাইলে মেসেজের মাধ্যমে তা জানিয়ে দেয়া হয়। ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ সাধারণত 90 দিন পর্যন্ত থাকে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত কফিল নিজে অনলাইনের মাধ্যমে তা বাতিল করতে পারবে আর মেয়াদ উত্তীর্ণ হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। ফাইনাল এক্সিট ভিসা বা খুরুজ নেহায়া বৈধ ভাবে কাটার নিয়মগুলো হলো (মেয়াদ উত্তীর্ণ হলে):
১. ফাইনাল এক্সিট ভিসা বা খুরুজ নেহায়া বাতিলের আবেদন ফর্মটি সঠিক ভাবে আরবিতে পুরণ করুন। এর জন্য যেকোন জাওয়াযাত অফিসের সামনে থাকা মোয়াগ্গীবের সাহায্য নিতে পারেন।
 
2. ফাইনাল এক্সিট ভিসা বা খুরুজ নেহায়া বাতিলের আবেদন ফর্মটি সঠিক ভাবে আরবিতে পুরন করে কফিলের সাক্ষ্যর এবং স্ট্যাম্প লাগিয়ে নিতে হবে। 
৩. আপনার কফিলের কাছ থেকে ফাইনাল এক্সিট ভিসা বা খুরুজ নেহায়া বাতিলের জন্য জাওয়াযাত বরাবর একটি লিখিত আবেদন (খেতাব) চেম্বার অফ কমার্স থেকে সত্যায়িত করতে হবে।
৪. খুরুজ নেহায়া কাটার জন্য আপনার কফিল বা তার প্রতিনিধি এবং আপনি নিজে জাওয়াযাতে উপস্থিত থাকতে হবে। 
৫. যদি আপনার ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে আপনাকে ইকামার ফি জমা করতে হবে। 
৬. দুই কপি পাসপোর্ট সাইজের (সাদা ব্যাকগ্রাউন্ড) ফটো আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। 
৭. ফাইনাল এক্সিট ভিসা বা খুরুজ নেহায়ার ফটোকপি, ইকামার ফটোকপি,পাসপোর্ট ফটোকপি, কফিলের আইডির ফটোকপি এবং সি আর (সিজিল তিজারি) এর ফটোকপি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। 
সৌদি আরবে থাকাকালীন সময়ে এদেশের আইন মেনে চলুন, দেশের সুনাম অক্ষুন্ন রাখুন।বেশি বেশি শেয়ার করে অন্য প্রবাসী ভাইকে জানার সুযোগ করে দিন । সবার জন্য শুভকামণা।
সংগ্রহিত 
আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী ।